Saturday, July 12, 2014

আমার ব্লগে আপনাদের স্বাগতম

বিসমিল্লহির রহমানির রহিম

সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আজকের পোস্ট শুরু করছি। মূলত অনেকদিন ধরেই চিন্তা করছিলাম সম্পূর্ণ বাংলায় একটি ব্লগ তৈরী করব। আজকে তাই বসে পড়লাম। আমাদের দেশ বাংলাদেশ একটি দরিদ্র ও জনবহুল দেশ হলেও প্রযুক্তিতে আমরাও পিছিয়ে নেই। প্রতিনিয়ত নতুন নতুন ভিসিটর আসছে বিভিন্ন সাইটে, ফোরামে, নিউজ সাইটে। ইন্টারনেট ডিভাইস এবং ডাটার মূল্য পূর্বের চেয়ে অপেক্ষাকৃত কম হওয়ায় গত ৪ বছরে বাংলাদেশে ইন্টারনেট ইউজার দ্বিগুন হয়েছে এবং ক্রমাগত বেড়েই চলছে। যদিও অধিকাংশ ভিসিটরদের বয়স ১৫-৩৫ এর মধ্যেই বেশী। তার মানে স্টুডেন্টদের সংখ্যাই বেশী।

কাজের কথাই আসি

আমরা ইন্টারনেট ইউজ বলতে অধিকাংশ শুধু ফেসবুক নিয়ে পড়ে থাকি। কেউবা বিভিন্ন নিউজ সাইট ঘাটাঘাটি করে, কেউবা ডাউনলোড নিয়ে ব্যস্ত থাকে। আরও অনেকে অনেক কিছু করে। কিন্তু ইন্টারনেট চালাতে গিয়ে আমরা প্রতিনিয়ত বিভিন্ন সমস্যায় পড়ি, বা এটা বুঝি না ওটা কি, খায় না মাথায় দেয়, ইন্টারনেট চালাই যে ডিভাইস দিয়ে, অর্থাৎ মোবাইল বা কম্পিউটারে প্রতিনিয়ত কোন না কোন সম্যায় পড়তে হয়। এই সমস্যা সমাধানের জন্য কারও কাছে দৌড়াইতে হয়, অথবা নেট ঘাটাঘাটি করে কাহিল হইতে হয় আরও নানান কিছু। তো আপনাদের এই সকল সমস্যা সমাধান এবং বিভিন্ন নতুন পুরাতন টিপস এন্ড টিক্স জানানোর জন্য আমার এই ব্লগ তৈরী করা। আল্লাহ যদি সুস্থ রাখেন এবং আপনারা যদি সাপোর্ট দেন তাহলে প্রতিনিয়ত পোস্ট করা সম্ভব হবে। আপনাদের যে কোন বিষয়ে সমস্যা থাকলে বা ইন্টারনেট অথবা কম্পিটার মোবাইলে কোন সমস্যা হলে আমাকে জানাবেন, আমি পারলে তা উত্তর দিব, না পারলে আমার কয়েকজন ক্ষেপা বড় ভাই আছেন যাদের কেউ ওয়েবমাস্টার, এসইও বস, টিটি টিউনারস এবং সবচেয়ে বড় বন্ধু গুগল মামা আছে তাদের সাহায্য নিয়ে আপনাদের সমাধান করে দিতে পারব ইনশাল্লাহ।

যাদের জন্য এই ব্লগ

এই ব্লগটি তাদের জন্য নয় যারা অলরেডি এক্সপার্ট, যারা তাদের সমস্যা নিজেই সমাধান করতে পারে। এই ব্লগটি শুধু নতুনদের জন্য যারা তথ্য প্রযুক্তিতে নতুন। এই ব্লগে একদম বেসিক টিপস এবং টিউটোরিয়াল দেওয়া থাকবে শুধুমাত্র নতুনদের জন্য। সুতরাং এক্সপার্ট ভাইয়েরা সেসব দেখে হাসাহাসি না করে একটু দূরে থাকবেন। যদিও এক্সপার্ট ভাইদের যদি নতুনদের উদ্দেশ্যে কোন পোস্ট করার ইচ্ছা থেকে থাকে তাহলে গেস্ট পোস্ট অপশন আছে। সেখানে আপনার টিউনটি আমাদের উপহার দিতে পারেন।

এই ব্লগে কি কি পাবেন?

ইন্টারনেটে বিভিন্ন ক্যাটাগরির ব্লগ আছে। কোন ব্লগ আছে প্রেম ভালবাসা নিয়ে, কোন ব্লগ আছে রান্না বান্না নিয়ে, স্বাস্থ্য নিয়ে ইত্যাদি। এই ব্লগে যা পাবেন তা হচ্ছে
  • কম্পিউটার এবং মোবাইল টিপস
  • অনলাইন আর্নিং টিপস
  • ফেসবুক টিপস
  • লেটেস্ট ডাউনলোড
  • ফ্রি অফারস/ইন্টারনেট

শেষ কথা

তো আশা করি আপনারা যদি নিয়মিত আমার এই ব্লগটি ভিজিট করেন তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন ইনশাল্লাহ। সবাই সুস্থ থাকবেন ভাল থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।